ইস্যুর বিবরণ

বর্ণনা: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা (এয়ানত) না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখাসংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ও তাঁর সহকর্মীদের দাবি, হামলাকারীরা ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় কর্মী এবং স্থানীয় এক জামায়াত নেতার অনুসারী। আহত ব্যাংক কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া (৪৩)। ১৬ বছর ধরে ইসলামী ব্যাংকে চাকরি করছেন। মাধবদী পৌর শাখায় বিনিয়োগ বিভাগের (লোন সেকশন) প্রধান।

স্থান: নরসিংদী

অবস্থা: In Progress

ইউআরএল: https://www.prothomalo.com/bangladesh/district/189a4xbosm

মিডিয়া:

Uploaded Image

অ্যাক্টিভিটি লগ

No activity logs available.